৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী

১১ নভেম্বর, ২০২৩

মোঃ মাইদুল ইসলাম,
ফুলবাড়ি উপজেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি

ছবি: আনন্দ র‍্যালি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও উন্নয়ন শোভাযাত্রা আয়োজন করেছে উপজেলা যুবলীগ। সকাল  ১০ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

 এর মাঝেই বিভিন্ন ইউনিয়ন থেকে র‍্যালি নিয়ে আসে যুবলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সকল সংগঠনের নেতৃবৃন্দ। এরপর একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান শেখ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব লীগের সিনিয়র সহ-সভাপতি নুরে আলম কবির লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুল আলম সাউদ, সাংগঠনিক সস্পাদক রিয়াজুল ইসলাম লিটন প্রমুখ। এছারাও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ 

সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও কেক কাটে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
 

Related Article