১৫ মে, ২০২৩
ছবি: নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ হল রুম
ফুলবাড়ীতে বিশ্ব "মা" দিবস উপলক্ষে আলোচনা সভা
"শেখ হাহিনার বারতা - নারী পুরুষ সমতা" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ১৫ মে ২০২৩ ইং সকাল ১১.৩০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের হল রুমে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে।
ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মচারী মনি এর উপস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: সোহেলী পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা যুব উন্নয়নের অফিসার আব্দুর রহমান, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলিম, মহির উদ্দিন, শফিকুল ইসলাম সাবু, মজিবর রহমান বাবু সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি ও এলাকার মহিলা গন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ নাওডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মো: হাছেন আলী।
আলোচনা সভার প্রধান অতিথি ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: সোহেলী পারভীন তার বক্তব্যে মা দিবস সম্পর্কে আলোচনা করেন ও তিনি বলেন সন্তানকে ভালো ভাবে মানুষ করতে চাইলে আদর্শ মা হতে হবে। শেষে আলোচনা সভার সভাপতি নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাছেন আলী সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সমাপ্তি ঘোষণা করেন।
Good news
Good