০৫ Jul, ২০২৩
ছবি: কলেজ প্রাঙ্গণে সভার মঞ্চ
বুধবার সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতনের সঞ্চালনায় ও সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু। তিনি বলেন ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রিয়াজুল হক (বাবুল), যুগ্নু-সাধারন সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক ডক্টর শাহানাজ বেগম নাজু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম মওদুদ (সুজন), সদস্য আতাউর রহমান বিপ্লব, জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজ রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য মাহাবুবা বেগম লভলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, শিমুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এজাহার আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন প্রমুখ।
তাছাড়াও উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Good news
Good