১৪ অক্টোবর ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ফেসবুকে ভুয়া ভিডিও ভাইরাল: পল্লী উন্নয়ন কর্মকর্তার প্রতিবাদ

১৩ অক্টোবর, ২০২৫

মোঃ মনির হোসেন বকাউল,
মাধবপুর উপজেলা (হবিগঞ্জ) প্রতিনিধি

ছবি: উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল ফয়সল চৌধুরী


হবিগঞ্জের মাধবপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল ফয়সল চৌধুরীর নামে ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও ভিডিওকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন।
 

তিনি লিখিত এক প্রতিবাদপত্রে উল্লেখ করেন, গত ১ জুন এক নারী সমবায় সমিতি গঠন করে ঋণ গ্রহণের পর তার নামে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে  তিনি নাকি ওই সমিতির টাকা আত্মসাৎ করেছেন।
 

প্রতিবাদপত্রে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট নারী নিজে ঋণ গ্রহণ করে তা পরিশোধ না করায় এখন তার নামে মামলা হয়েছে। 

অথচ সেই নারী রাজনৈতিক প্রভাব খাটিয়ে কর্মকর্তার নাম জড়িয়ে নানা মিথ্যা তথ্য প্রচার করছেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে ভুয়া ভিডিও ছড়িয়ে ব্যক্তিগত মানহানি ঘটানোর অপচেষ্টা চলছে।
 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল ফয়সল চৌধুরী বলেন,
“ঋণের টাকা না নেয়ার পরও আমার নাম ব্যবহার করে ভুয়া খবর প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর।”
 

তিনি সংশ্লিষ্ট সংবাদ ও ভিডিও অপসারণ করে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good