৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

ফের মেয়র হলেন জাপার মোস্তফা

২৮ ডিসেম্বর, ২০২২

জুয়েল রানা,
স্টাফ রিপোর্টার

ছবি: জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা

নারায়ণগঞ্জ ও কুমিল্লার পর এই বছর আরো একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হলো রংপুরে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণে কোনো সংঘাত বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ এই নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা টানা দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। গতকাল রাতে রংপুর বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিটার্নিং অফিসার আবদুল বাতেন বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, ২২৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে জাপার প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙল প্রতীক নিয়ে এক লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট…। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লতিফুর রহমান মিলন হাতি প্রতীকে ৩৩ হাজার ৮৮৩ ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুত্ফা ডালিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট। ভোট প্রদানের হার ৬৫.৯১ শতাংশ।

নির্বাচনে বিজয়ের মাধ্যমে রংপুরে জাতীয় পার্টি তাদের দুর্গ আরো সুসংহত করল বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। নির্বাচন কমিশনও ভালো ভোটগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে বছর শেষ করল। আগামী বছরের শেষের দিকে এই কমিশনের অধীনে শুরু হবে জাতীয় নির্বাচনের ডামাডোল/এর আগে ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ ও ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছিল। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রংপুর বিভাগীয় সমন্বয়ক রাজেশ দে কালের কণ্ঠকে বলেন, ‘ভোট সুষ্ঠু হয়েছে। এটা ইতিবাচক। নিজের ভোট নিজে দিতে পেরে জনগণও খুশি। ’

সাধারণ ভোটাররা বলছেন, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান তাঁর আগের মেয়াদে বিশেষভাবে উল্লেখ করার মতো কোনো কাজ করেননি। স্বাভাবিক যে উন্নয়নমূলক কাজ ছিল, তা-ই করেছেন। এ অঞ্চল জাতীয় পার্টির ঘাঁটি। সে ভোটকে পুঁজি করে তিনি জয় পেলেন….। নির্বাচনে গোলযোগ না হলেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ ছিল। বয়স্কদের আঙুলের ছাপ না মেলায় দিনের শেষভাগে দীর্ঘ লাইনের কারণে কোথাও কোথাও হট্টগোল করেন ভোটাররা। প্রথমবার ইভিএমে ভোট দিতে পেরে অনেকে আবার উচ্ছ্বসিত ছিলেন।

সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। পড়ন্ত বিকেলে কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। যার কারণে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও অন্তত ৭০ কেন্দ্রে ভোট নিতে হয়েছে। কোনো কোনো কেন্দ্রে সন্ধ্যা সাড়ে ৭টায় ভোটগ্রহণ শেষ হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ইসি কর্মকর্তারা জানান। নির্বাচনে পুলিশ, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কড়া পাহরায় ছিল। আনসার সদস্যরা কেন্দ্রে ভেতরে-গেটে ভোটারদের সহযোগিতা করেছেন।

সকালে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভোট দিতে গিয়ে বিড়ম্বনার শিকার হন অভিযোগ করে জাপা প্রার্থী মোস্তাফিজার রহমান বলেন, ‘আঙুলের ছাপ না মেলায় প্রথম দফায় ভোট দিতে পারিনি। দ্বিতীয় দফায় দিয়েছি। এ কারণে ভোটগ্রহণ ধীরগতিতে হচ্ছে। ’ এর জবাবে রিটার্নিং অফিসার আবদুল বাতেন সকাল…সাড়ে ১০টায় একই কেন্দ্রের সামনে সাংবাদিকদের বলেন, ইভিএম ও নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন জাপা প্রার্থী। আওয়ামী লীগ প্রার্থী হোসনে আরা লুত্ফা ডালিয়া ভোট চলাকালীন সংবাদমাধ্যমকে বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু হচ্ছে।

Related Article