৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ

ফেনীতে স্বর্ণের দোকান ডাকাতি- খুনের ঘটনায় গ্রেফতার ২

০৭ জানুয়ারী, ২০২৩

কামরুল আরেফিন,
ফেনী জেলা (ফেনী) প্রতিনিধি

ছবি: গ্রেফতারকৃত আইনাল মাল (৩২) ও রাকিব মাল (২১)।

ফেনীর সোনাগাজীতে চাঞ্চল্যকর অর্জুন স্বর্ণ শিল্পালয়ে দিনে-দুপুরে  ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত দুই ডাকাতকে পিরোজপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাবের একটি যৌথ দল। গত শুক্রবার রাতে পুলিশ দুই ডাকাতকে পিরোজপুর মঠবাড়িয়া উপজেলা থেকে
গ্রেফতার করে সোনাগাজী মডেল থানায় নিয়ে আসে। ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন আইনাল  মাল (৩২) ও রাকিব মাল (২১)। 
গ্রেফতারকৃত আইনাল মাল ও রাকিব মালের বাড়ী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দক্ষিণ বেছকি গ্রামে। গ্রেফতারকৃত আইনাল মাল ইউসুফ মাল ও হনুফা বেগমের ছেলে। গ্রেফতারকৃত অপর জন রাকিব মাল মৃত কুদ্দুস মাল ও খায়রুন নেছার ছেলে।

পুলিশের একটি সূত্রে জানা যায়, আলোচিত স্বর্ণ দোকান ডাকাতির ঘটনায় জড়িতদের পুলিশ ইতিমধ্যে শনাক্ত করেছে।

সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন বলেন,  স্বর্ণ দোকান ডাকাতি ও অর্জুন ভাদুড়ি হত্যার ঘটনায় পুলিশ ও  র‍্যাবের যৌথ অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি কালো রঙের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাকী আসামীদের সহসাই  গ্রেফতার করা হবে।

র‍্যাব ৭ এর অধিনায়ক সাদেকুল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্হা  গ্রহণের জন্য সোনাগাজী মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Article