১২ নভেম্বর, ২০২২
ছবি: প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটছেন অতিথিবৃন্দ।
এক যুগ পেরিয়ে ১৩ বছরে পর্দাপণ করেছে মোহনা টেলিভিশন। যুগপূর্তি উদযাপন উপলক্ষে ১১ নভেম্বর শুক্রবার বিকালে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে মোহনা টেলিভিশন দর্শক ফোরাম ফেনী। যুগপূর্তি অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ, পেশাজীবী ও সাধারণ দর্শকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ -উল-হাসান।
ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হাসান ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি।
মোহনা টেলিভিশন ফেনী প্রতিনিধি তোফায়েল আহম্মদ নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলো পএিকার ফেনী জেলা প্রতিনিধি মুক্তিযোদ্ধা আবু তাহের, ডিবিসি নিউজ ফেনী জেলা প্রতিনিধি মো. আবু তাহের ভূইয়া, চ্যানেল আই ফেনী জেলা প্রতিনিধি রবিউল হক রবি, সময় টেলিভিশনের ফেনীর রিপোর্টার আতিয়ার সজল, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহাজালাল
ভূইয়া, দৈনিক জনকণ্ঠ পএিকার নিজস্ব প্রতিবেদক ওসমান হারুন মাহমুদ দুলাল, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ফেনী জেলা প্রতিনিধি আরিফুল আমিন রিজভী, ইনডিপেনডেন্ট টেলিভিশন ফেনী জেলা প্রতিনিধি সমির উদ্দিন ভূঁইয়া, এস এ টিভির ফেনী প্রতিনিধি ও দৈনিক আমার ফেনী পএিকার সহসম্পাদক মাইনুল রাসেল, বাংলা নিউজ টুয়েন্টিফোর ফেনী জেলা প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম প্রমুখ।
শেষে উপস্থিত অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
Good news
Good