২৯ অক্টোবর, ২০২২
ছবি: উপস্থিত অতিথিবৃন্দ
'' মাদকের সাথে কোন পুলিশ ও যদি জড়িত থাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না"- পুলিশ সুপার।
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বএ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কমিউনিটি পুলিশ দিবস উপলক্ষে ফেনীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে ফেনী জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে র্যালি পুলিশ সুপারের কার্যালয় সামনে থেকে শুরু হয়ে পুলিশ লাইন্স পদক্ষিণ করে পুলিশ লাইন্সের ড্রিল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জাকির হাসান।
কমিউনিটি পুলিশিং ফেনী জেলা কমিটির আহবায়ক হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে, অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদের
সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম স্বপন মিয়াজী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন- সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা হোসেন, এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্যাহ, ফেনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক আবু জুবায়ের ভূইয়া মুন্না প্রমুখ।
এ সময় জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ফেনী পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Good news
Good