৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি / সারাদেশ

ফেনী জেলা জেএসডির সভাপতি হিরা সম্পাদক সাচ্চু

১৪ নভেম্বর, ২০২২

কামরুল আরেফিন,
ফেনী জেলা (ফেনী) প্রতিনিধি

ছবি: কাউন্সিলে উপস্থিত অতিথিবৃন্দ।

শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী জনগন এক হও "সংবিধান সংস্কার ও রাষ্ট্র রুপান্তরের লক্ষ্যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ অপরিহার্য " এই শ্লোগান কে সামনে রেখে আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ফেনী জেলা শাখার কাউন্সিল-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪নভেম্বর) বিকালে শহরের শহীদ সালাম কমিউনিটি সেন্টারে বাংলাদেশের জাতীয় পতাকা ও বাংলাদেশ  সমাজতান্ত্রিক দল- জেএসডি'র পতাকা উওোলনের মধ্যে দিয়ে জেলা কাউন্সিল আরম্ভ হয়।

ফেনী জেলার কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি'র স্হায়ী কমিটির সদস্য বেগম তানিয়া রব।

জাতীয় সমাজতান্ত্রিক দল ফেনী জেলা শাখার সভাপতি কফিল উদ্দিন আহমেদের সভাপতিত্বে, ফেনী জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব এডভোকেট সামসুদ্দিন মজুমদার সাচ্চুর সঞ্চালনায় ;প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
উক্ত জেলা কাউন্সিলে শোক প্রস্তাব পাঠ করেন জেলা জেএসডি'র সাধারণ সম্পাদক ও আহবায়ক হিরা লাল চক্রবর্ওী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেএসডি'র কেন্দ্রীয় কমিটির  সাংস্কৃতিক সম্পাদক ফারজানা লিবা, ঢাকা মহানগর (উত্তর)জেএসডি'র আহবায়ক কামাল উদ্দিন মজুমদার সাজু, নোয়াখালী জেলা জেএসডি'র আহবায়ক কমিটির সদস্য এ এস এম বাহার, জেলা জেএসডি'র সদস্য মো. আলী জিন্নাহ, পৌর জেএসডি'র সদস্য শেখ জিয়া উদ্দিন চৌধুরী তুহিন, ফুলগাজী জেএসডি'র সদস্য নূর নবী পাটোয়ারী,  ছাগলনাইয়া পৌর জেএসডি'র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ছাগলনাইয়া  জেএসডি'র নেতা মোতাহের হোসেন মুরাদ,  দাগনভূইয়া জেএসডি'র সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া, দাগনভূঞা জেএসডি'র নেতা জাকির হোসেন হারুন, জেলা আইনজীবী সমিতির সদস্য সমীর চন্দ্র কর প্রমুখ।

জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি'র স্হায়ী কমিটির সদস্য বেগম তানিয়া রব ফেনী জেলা জেএসডি'র নতুন কমিটির সভাপতি পদে হিরা লাল চক্রবর্ওী ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট সামসুদ্দিন মজুমদার সাচ্চুর নাম ঘোষণা করেন।

উক্ত কাউন্সিলে শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, সাংবাদিক ও জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি ফেনী জেলা শাখার বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good