০২ মার্চ, ২০২৩
ছবি: বক্তব্য রাখছেন অতিথি।
'আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ ' এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় বীমা দিবস উপলক্ষে ফেনীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ও ফেনী পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহযোগিতায় জাতীয় বীমা দিবস উপলক্ষে একটি র্যালি ঐতিহাসিক মিজান ময়দানে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুক্তা গোস্বামীর সঞ্চালনায় দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন, জীবন বীমা কর্পোরেশনের ফেনী অফিসের প্রতিনিধি জগবন্ধু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ফেনী অফিসের প্রতিনিধি সোলায়মান হোসেন সোহাগ, মেট লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ফেনীর শাখা ব্যবস্হাপক এস.এম.আলমগীর, মেঘনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি ফেনী জোনাল অফিসের প্রতিনিধি তৌহিদুল ইসলাম।
প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, উন্নত বিশ্বসহ গোটা বিশ্বে ব্যবসা-বাণিজ্য যে ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে তার অন্যতম হচ্ছে ব্যাংকও বীমা। বীমা কিন্তু ব্যবসাগুলোকে বিকশিত করার ক্ষেত্রে দারুণভাবে সহায়তা করে। যার ফলশ্রুতিতে বাংলাদেশের গার্মেন্টস খাত বীমার আওতায় আসার কারণে উক্ত খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
Good news
Good