২১ নভেম্বর, ২০২২
ছবি: প্রতীকী ছবি।
ফেনীর মহিপাল হাউজিংয়ের সামনে দিনদুপুরে দুই কন্যাশিশুকে ছিনতাইয়ের চেষ্টায় মিনা (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাইকারী মিনা ফেনী সদর উপজেলার রাণীরহাটের আলী হোসেনের স্ত্রী।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী জেসমিন আক্তার জানান, আজ রবিবার সকালে তার মামি সালমা আক্তার ছোট দুটি মেয়ে পলি, রিয়া ও রুবাইকে (১১ মাস) নিয়ে ফেনী-নোয়াখালী সড়কে আসলে এক মহিলা ঝাপটি মেরে তার কাছ থেকে পলি ও রিয়াকে টেনেহিঁচড়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে ফেলে। পালানোর চেষ্টাকালে সালমার চিৎকারে আশপাশের লোকজন এসে মহিলাটিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ফেনী মডেল থানার পুলিশ এসে ছিনতাইকারী মহিলা ও জেসমিন আক্তারকে তার দুই মেয়েসহ থানায় নিয়ে যায়।
সালমা আক্তার লক্ষ্মীপুর জেলার মধ্যম চরবতির জসিম উদ্দিনের স্ত্রী। তারা ফেনীর মহিপালে একটি হাউজিংয়ে বাসা ভাড়া থাকেন। তার স্বামী স্থানীয় একটি ব্রিকফিল্ডের শ্রমিক।
এদিকে পুলিশ সকালে সালমা আক্তারসহ তার দুই মেয়েকে থানায় নিয়ে যাওয়ার পর সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত ছেড়ে না দেওয়ায় তাদের পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করে।
সালমা আক্তারের পরিবারের সদস্যরা জানান, ১১ মাসের শিশু দীর্ঘক্ষণ মায়ের দুধ না পেয়ে অনবরত কান্না করছেন। তারা স্থানীয় কাউন্সিলর নাসির উদ্দিন খানের কাছে ব্যাপারটি অবহিত করেন ও ব্যবস্থা নিতে অনুরোধ জানান।
স্থানীয় কাউন্সিলর নাসির উদ্দিন খান জানান, এভাবে একটি মহিলাকে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখা সত্যিই অমানবিক। তিনি বলেন, দীর্ঘক্ষণ জেসমিনকে থানায় বসিয়ে রাখায় ১১ মাসের শিশুটি দুধের জন্য ও মায়ের জন্য কান্নাকাটি করছে।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহফুজ জানান, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
Good news
Good