২৪ নভেম্বর, ২০২২
ছবি: ডিজিটাল উদ্ভাবনী মেলায় উপস্থিত অতিথিবৃন্দ।
সেবা প্রদানকারী সরকারী বেসরকারী দপ্তরগুলোর উদ্ভাবন নিয়ে বুধবার থেকে ফেনী পিটিআই মাঠে শুরু হয়েছে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। মেলার উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি।
এসময় সরকারী দপ্তরের কর্মচারী-কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ২৪ নভেম্বর মেলা শেষ হবে। সরকারী অফিসের মাধ্যমে নাগরিকদের সামনে সেবা উপস্থাপনার মাধ্যমে সংস্কৃতি চর্চা ও উদ্ভাবনী মেলা থেকে নাগরিকদের সরাসরি সেবা গ্রহণের সুযোগ সৃষ্টিসহ সরকারী সেবার মানোন্নয়ন নাগরিকদের মতামত গ্রহণের সংস্কৃতি গঠনের উদ্দেশ্যকে সামনে রেখে উক্ত মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২ দিনব্যাপী উদ্ভাবনী মেলা উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন
করে জেলা প্রশাসন।
মেলায় ৪১ টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূএ জানায়, মেলা চত্বরে বিষয়ভিওিক ৪টি প্যাভিলিয়ন আছে যার মধ্যে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্ট আপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা, শিক্ষা-দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্হানের সুযোগ সৃষ্টি করা হবে। মেলায় সরকারী বেসরকারী অংশ গ্রহণে নাগরিকবান্ধব ডিজিটাল সেবার ব্যবস্হা থাকবে পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন এবং সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের কর্মচারী-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।