১০ ডিসেম্বর, ২০২২
ছবি: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. জসিম
কাতার বিশ্বকাপের ব্রাজিল বনাম দ.কোরিয়ার মধ্যকার খেলা দেখতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়ে
মো. জসিম(২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গত ৬ ডিসেম্বর ফেনী পুরাতন কারাগারের সামনে ২৫ ফুটের এলইডি বড় পর্দায় ব্রাজিল বনাম দ.কোরিয়ার মধ্যকার খেলা উপভোগ করতে গিয়েছিলো ব্রাজিল দলের ভক্ত মো. জসিম। শহরের উওর সহদেবপুরের বাসিন্দা
মো. জসিম নামের যুবককে ছুরিকাঘাতের মাধ্যমে হত্যার অভিযোগ উঠেছে স্হানীয় দুটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। ঘটনার সময় নিহত জসিমের সাথে খেলা উপভোগ করতে আসা এক প্রত্যক্ষদর্শী জানান, আবদুল কুদ্দুছ পেট্রোল পাম্পের অবস্থিত ভবনের দুই তলা থেকে বড় পর্দায় প্রথমার্ধের খেলা উপভোগ শেষে জসিম নিচে নেমে আসার পথে রিমন নামের এক যুবকসহ তার ১৫-২০ জন বন্ধু রাস্তা মেরে সিগারেট সেবন করছিলো। নিহত জসিম রিমন ও তার বন্ধুদের উদ্দেশ্য বলেছিলো, ভাই বের হওয়ার জন্য একটু জায়গা দেন। এই কথা বলার পর জসিমের সাথে রিমন ও তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। রিমন ও তার বন্ধুরা এক পর্যায়ে জসিমকে মারধর করে। খেলা উপভোগ করতে আসা দর্শকরা জসিমকে মাস্টার পাড়াস্হ কানন সিনেমা হলের রাস্তার দিকে পাঠিয়ে দেন। একটু পরেই বাঁশপাড়া ও মুন্সীপুকুর পাড় থেকে আসা কিশোর গ্যাংয়ের সদস্যরা ও অপরটি ট্রাংক রোড থেকে আসা কিশোর গ্যাংয়ের সদস্যরা জসিমকে বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে। কিশোর গ্যাংয়ের সদস্যরা জসিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
জসিমের বন্ধুরা খবর পেয়ে জসিমকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জসিমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
উক্ত ঘটনাটি সংঘটিত হওয়ার তিন দিন পর ৯ ডিসেম্বর সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় জসিম মৃত্যু বরণ করেন।
ফেনী পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর কোহিনূর আলম রানা
কিশোর গ্যাংয়ের হামলায় শিকার হয়ে নিহত জসিম সম্পর্কে বলেন, জসিমের পৈত্রিক বাড়ী রংপুর হলেও সে ছোট থেকে উওর সহদেবপুরে বেড়ে উঠেছে। সে স্হানীয়ভাবে ছাএলীগের রাজনীতি করে পরবর্তীতে স্হানীয় যুবলীগের নেতা হিসেবে দায়িত্বে ছিলেন। জেল রোডে বড় পর্দায় খেলা দেখতে গিয়ে জসিম খুন হলো, এটা অত্যন্ত দুঃখজনক। ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসান ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী'র দৃষ্টি আকর্ষণ করে স্হানীয় কাউন্সিলর রানা
জসিম হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।
সাবেক পৌর ছাএলীগ নেতা সিদ্দিক শুভ বলেন, নিহত জসিম খুবই ভালো লোক ও আমার কাছের ছোট ভাই ছিলো। আওয়ামী লীগের সকল প্রোগ্রামে সে নিয়মিত ভাবে যোগদান করতো। নিছক ঘটনা কে কেন্দ্র করে খুনের বলি হতে হলো জসিমকে। আসলে উক্ত ঘটনাটি খুবই বেদনাদায়ক।
নিহত জসিমের মা,বাবা ও আত্মীয় স্বজনের কান্নায় এখানকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে।