১৩ নভেম্বর, ২০২২
ছবি: মানববন্ধনে উপস্থিতদের একাংশ।
ফেনীর সোনাগাজীতে স্বর্ণ ব্যবসায়ী অর্জুন চন্দ্র ভাদুড়ী হত্যার প্রতিবাদে জেলাজুড়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। জেলার পাঁচ উপজেলাতে একযোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা। এ সময় দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্বর্ণ ব্যবসায়ীরা।
রবিবার ফেনীর ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফেনী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফেনী জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা শাখার নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এ সময় পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপনসহ জুয়েলার্স ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রকাশ্যে দিবালোকে ডাকাতি করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। কিন্তু ঘটনায় জড়িতদের গত ১৩ দিনেও গ্রেপ্তার করতে পারেননি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
বক্তারা এ সময় আরো বলেন, অনতিবিলম্বে ডাকাতদলকে গ্রেপ্তার করা না হলে আগামীতে কঠোর আন্দোলনে যাবেন তারা।
গত ৩০ অক্টোবর সোনাগাজীর জমদ্দার বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে অর্জুন চন্দ্র ভাদুড়ীকে অজ্ঞাত ডাকাতদল কুপিয়ে গুরুতর জখম করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১১ নভেম্বর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
এর আগে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার সব জুয়েলারি দোকান বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা দেয়।
Good news
Good