১২ নভেম্বর, ২০২২
ছবি: নিহত স্বর্ণ ব্যবসায়ী অর্জুন চন্দ্র ভাদুড়ী।
ফেনীর সোনাগাজীতে ডাকাতির সময় কুপিয়ে আহত করা এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
১১ নভেম্বর শুক্রবার রাত ২টার দিকে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছেন। আটককৃতরা হলেন সিরাজুল ইসলাম ওরফে বোমা সিরাজ (৪০), হেলাল হাসান সৌরভ (২৭) ও মো. মোস্তফা (৪২)।
নিহত অর্জুন চন্দ্র ভাদুড়ীর বাড়ি সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নে। তিনি ফেনীতে ভাড়া বাসায় থাকতেন। সোনাগাজীর জমাদার বাজারে তাঁর অর্জুন জুয়েলারি নামে দোকান ছিল।
অর্জুনের ভাতিজা মানিক ভাদুড়ী জানান, গত ৩১ অক্টোবর দুটি মোটরসাইকেলে হেলমেট পরে ছয়জন আসেন। তারা বোমা বিস্ফোরণ করে অর্জুনের দোকানে ঢুকে তাঁকে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার লুট করেন।
আহত অর্জুনকে ভর্তি করা হয় হাসপাতালে। মাথায় অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়। গত বৃহস্পতিবার তিনি স্ট্রোক করলে অবস্থার আরও অবনতি হতে থাকে। এরপর শুক্রবার রাতে অর্জুনের মৃত্যু হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, এ ঘটনায় গত ২ নভেম্বর অর্জুনের জামাতা রনি বণিক অজ্ঞাত পরিচয় ছয়জনকে আসামি করে সোনাগাজী থানায় মামলা করেছেন। পর দিন তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ডাকাতদের চিহ্নিত করতে পুলিশের বিশেষজ্ঞ দল কাজ করছে।
Good news
Good