২৮ ডিসেম্বর, ২০২২
ছবি: প্রতিকী ছবি।
আগামী ৩০ডিসেম্বর ( শুক্রবার) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের বৃওি পরীক্ষায় ফেনীতে অংশ নিচ্ছে ৭৯৫ টি বিদ্যালয়ের ৪ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ বলেন, দুই ঘন্টার বৃওি পরীক্ষায় বাংলা, ইংরেজি, প্রাথমিক গনিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় থেকে অতিরিক্ত ৩০ মিনিট বেশী সময় বরাদ্দ থাকবে।
জেলার ৭ টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি চলছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূএে জানায়, সদর উপজেলার জি.এ একাডেমি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফেনী সরকারী পাইলট আর্দশ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৭০ টি বিদ্যালয়ের মোট ১ হাজার ৬০৬ জন শিক্ষার্থী বৃওি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। দাগনভূঞা উপজেলার আতাতুর্ক সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩৪টি বিদ্যালয়ের মোট ৮৮৮ জন শিক্ষার্থী বৃওি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। সোনাগাজী উপজেলার মো. সাবের সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫২টি বিদ্যালয়ের ৭৫৮ জন শিক্ষার্থী বৃওি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। ছাগলনাইয়া উপজেলার ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১০টি বিদ্যালয়ের মোট ৫৫৫ জন শিক্ষার্থী বৃওি পরীক্ষায় অংশ গ্রহণ করবে, এছাড়াও পরশুরাম উপজেলার পরশুরাম সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৯টি বিদ্যালয়ের ৩৬০
জন এবং ফুলগাজী উপজেলার ফুলগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭০টি বিদ্যালয়ের ৩৭০ জন শিক্ষার্থী বৃওি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।