২৪ ডিসেম্বর, ২০২২
ছবি: দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দাগনভূঞাগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫৩-৪৯৮১) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
২৪ ডিসেম্বর (শনিবার) সকাল ৭টায় উক্ত দুর্ঘটনায় ৬জন আহত হয়েছেন এবং ঘটনাস্হলে এক নারীসহ মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। আহত সকলের অবস্থা আশংকাজনক। মাইক্রোবাসটি মো. বেলাল হোসেন নামে কুয়েত প্রবাসী এক যাএীকে নিয়ে ঢাকা থেকে দাগনভূঞা উপজেলার সেবারহাট এলাকার গোবিন্দপুর গ্রামে যাচ্ছিল।
উক্ত দুর্ঘটনা সংগঠিত হওয়ার খবর পেয়ে দুর্ঘটনা কবলিত এলাকায় ছুটে যান ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ও ফেনী ফায়ার সার্ভিসের সদস্যরা। ফেনী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, খবর পাওয়া মাএই তাঁরা ঘটনাস্থলে গিয়ে ২জনের মরদেহ উদ্ধার করে। আহত অবস্থায় আরো ৬ জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহতরা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Good news
Good