৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ফেনীর দাগনভূঞাতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩

২৮ ডিসেম্বর, ২০২২

কামরুল আরেফিন,
ফেনী জেলা (ফেনী) প্রতিনিধি

ছবি: দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিকশা''র ছবি।

ফেনীর দাগনভূঞাতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবদুল হান্নান অভি (১৩) নিহত হয়েছে।

২৮ ডিসেম্বর (বুধবার)  দুপুরে 

দাগনভূঞা - কোম্পানীগঞ্জ  সড়কের এনায়েত ভূঁইয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর আবদুল হান্নান অভি দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বরইয়া গ্রামের  আবদুল হালিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে দাগনভূঞা থেকে ছেড়ে আসা সিএনজি কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিল।সিএনজি অটোরিকশাটি এনায়েত ভূঁইয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক স্হানীয়রা সিএনজি অটোরিকশার ভিতরে আটকা পড়া ৪ যাএীকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। উন্নত চিকিৎসার জন্য আবদুল হান্নান অভিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যু বরণ করে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাম হাসান জানান, ঘটনাস্হল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিকশাটি পুলিশের হেফাজতে আছে। উক্ত দুর্ঘটনায় আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good