৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

ফেনী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

০৬ মার্চ, ২০২৩

কামরুল আরেফিন,
ফেনী জেলা (ফেনী) প্রতিনিধি

ছবি: প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষকবৃন্দ।

ফেনী সরকারী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোক্তার হোসাইনের সভাপতিত্বে ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোবাশ্বেরা আক্তার ও ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মুহাম্মদ মাহফুজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান।

সকাল ১১টার দিকে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। প্রতিযোগিতায় ১০০ মিটার মুক্ত সাঁতার, চিৎ সাঁতার, ১০০,২০০ ও ৪০০ মিটার দৌড়, উচ্চ লম্ফ, চাকতি, বর্শা ও গোলক নিক্ষেপ, মিউজিক্যাল চেয়ার ও যেমন খুশি তেমন সাজসহ মোট ৩২টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, ক্রীড়া ক্ষেত্রে ফেনী সরকারি কলেজ চট্টগ্রাম বিভাগের মধ্যে ভালো অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে এবং জাতীয়ভাবে এই কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে  আনবে সেই দিনের অপেক্ষায় রইলাম। আজকে সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ অনেক বেশি তার জন্য উপস্থিত মেয়েদেরকে অভিনন্দন জানান।

বর্তমানে শিক্ষাসহ সকল ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। বাংলাদেশের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পীকার ও সাবেক প্রধানমন্ত্রী ছিলেন নারী। এক একজন নারী হচ্ছে এক একটা বিশ্ববিদ্যালয়। কলেজে ছেলেদের উপস্থিতি শতভাগ করার জন্য বিশেষ ভাবে গুরুত্বরোপ করেন। ছেলে শিক্ষার্থীকে অবশ্যই অনুপস্থিত থাকার সুনির্দিষ্ট কারণ দিতে হবে। সুনির্দিষ্ট কারণ প্রদানে ব্যার্থ হলে সকল পাবলিক পরীক্ষা ও কলেজের সকল পরীক্ষায় যেন অংশগ্রহণ না করতে পারে সে জন্য  কলেজ কর্তৃপক্ষ ও কলেজ ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগকে নির্দেশ প্রদান করেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ  প্রফেসর বিমল কান্তি পাল। ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049