৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

ফেনী শিশু-কিশোর একাডেমীর আয়োজনে মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষার সংবর্ধনা ও সনদ বিতরণ

০৬ জানুয়ারী, ২০২৩

কামরুল আরেফিন,
ফেনী জেলা (ফেনী) প্রতিনিধি

ছবি: ফেনী শিশু-কিশোর একাডেমীর আয়োজনে মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ করছেন অতিথিবৃন্দ।

ফেনী শিশু-কিশোর একাডেমীর আয়োজনে স্তরভিত্তিক শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা-২০২২ এর আলোকে গত ৫ জানুয়ারী(বৃহস্পতিবার) শিশু কিশোর একাডেমী বিদ্যালয় প্রাঙ্গনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ফেনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, ফেনী জেলা মাধ্যমিক শিক্ষা বিষয়ক গবেষক কর্মকর্তা মাহবুবুর রহমান, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহ আলম, ফেনী সিটি গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রোটারিয়ান এম মামুনুর রশিদ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম এবং সাপ্তাহিক নীহারিকার পএিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু কিশোর একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বৃত্তি পরীক্ষার পরীক্ষা  নিয়ন্ত্রক প্রকৌশলী ছানোয়ার হোসেন। 
উল্লেখ্য, দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট ১৫৫৭ জন শিক্ষার্থী অত্র বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে, উপস্থিতির ৭% কে সুপার সুপার ব্রিলিয়ান্ট এবং ব্রিলিয়ান্ট বৃত্তি প্রদান করা হয়। অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করার লক্ষ্যে আরো অনেক শিক্ষার্থীকে উৎসাহ বৃত্তি প্রদান করা হয়। এতে মোট ১৬৮ জনকে এই বৃত্তি প্রদান করা হয়। এই বৃত্তি প্রদানে প্রায় লক্ষাধিক টাকার ঘাটতি পড়লে  শিশু কিশোর একাডেমি পরিবার নিজেই বহন করে।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049