৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

০৯ ফেব্রুয়ারী, ২০২৩

কামরুল আরেফিন,
ফেনী জেলা (ফেনী) প্রতিনিধি

ছবি: অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অতিথি।

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের আওতাধীন ধলিয়া, বালুয়া-চৌমুহনী, ঠাকুর হাট,ফকির হাট, ছোট ধলিয়া, রাজাপুর ধলিয়া, অলিপুর ধলিয়া,  মাছিমপুর, দৌলতপুর, উত্তর  দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, পূর্ব দৌলতপুর ও পশ্চিম দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১৩টি  বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৮ ফেব্রুয়ারি  (বুধবার) ধলিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহমেদ মুন্সী। সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে পশ্চিম দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ দাস ও ধলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপংকর রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধলিয়া সরকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা আক্তার ভানু, বালুয়া চৌমুহনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী দেলোয়ার হোসেন প্রমুখ।


সকাল ৯টার দিকে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উওোলনের মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় গান, আবৃত্তি, অংক দৌড়,সুন্দর হাতের লেখা, কুইজ প্রতিযোগিতাসহ মোট ৩২টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

পরে ধলিয়া ইউনিয়নের আওতাধীন ১৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049