০১ জানুয়ারী, ২০২৩
ছবি: ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখছেন হাসপাতালের কার্যকরী কাউন্সিলের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহার।
আজ রবিবার (০১ জানুয়ারী) ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের হিসাব সহকারী আতাউর রহমান পল্লী'র সঞ্চালনায় প্রতিষ্ঠানঠির কার্যকরী কাউন্সিলের সহ-সভাপতি এ এস এম নুর উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যকরী কাউন্সিলের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহার বাহার।
স্বাগত বক্তব্য রাখেন, হাসপাতালের নার্সিং ইনচার্জ শাকিলা খাতুন।
অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কার্যকরী কাউন্সিলের সদস্য ডা.এ এস এম তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ, সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আইয়ুব, কার্যকরী কাউন্সিলের কোষাধ্যক্ষ এম এস হাসান জুয়েল, যুগ্ম কোষাধ্যক্ষ ফরিদ আহমদ ভূঁইয়া, কার্যকরী কাউন্সিলের সদস্য নুরুল করিম প্রমুখ।
ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
মিলাদ মাহফিল পরিচালনা করেন ফেনী তমিজিয়া মসজিদের খতিব মাওলানা নূর উদ্দিন।
হাসপাতালের পরিচ্ছন্নতা ও নিরাপওা কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং কেক কেটে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে হাসপাতালের আজীবন সদস্য, কার্যকরী কাউন্সিলের সদস্যবৃন্দ, সাংবাদিক, চিকিৎসক, হাসপাতালটির কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Good news
Good