২১ সেপ্টেম্বর, ২০২২
ছবি: ছবি: উপস্থিত অতিথিগন
ফেনী কাজিরবাগে 'পুলিশের ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফেনী সদর উপজেলা কাজিরবাগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সদর ১০ নং বিট
পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার 'পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ওপেন হাউজ ডের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন।
কাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাজিরবাগ ইউনিয়ন বিট অফিসার এসআই (পরিদর্শক) মোহাম্মদ জালাল উদ্দিন, উপ-পরিদর্শক (এএসআই) দেবাশীষ দে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাজিরবাগ ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক পিন্টু, মোঃইলিয়াস, আবু ইউসুফ সুজন, সহিদ উল্যাহ, মোঃআলমগীর, জয়নাল আবদীন বাবলু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল হান্নান রিয়াদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, রানীরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহাজাহান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Good news
Good