৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ফেনী জেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

০৪ জানুয়ারী, ২০২৩

কামরুল আরেফিন,
ফেনী জেলা (ফেনী) প্রতিনিধি

ছবি: ফেনী জেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটছেন অতিথিবৃন্দ।

দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার ৪ (জানুয়ারী)।  বাংলা ও বাঙালীর স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যেই মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের এ ছাএ সংগঠনটি।

১৯৪৮ সালের ৪ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ ছাত্রলীগের যাএা শুরু হয়। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় এক ঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে সেদিন যাএা শুরু করে ছাত্রলীগ। ৭৫ বছরে ছাত্রলীগের ইতিহাস হচ্ছে জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা, মুক্তির স্বপ্ন বাস্তবায়ন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা, গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস।

প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে এবং চরম আত্নত্যাগের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে। বাহান্নর ভাষা আন্দোলনে ছাত্রলীগের নেতৃত্বে ১৪৪ ধারা ভঙ্গ করে বুকের তাজা রক্তের বিনিময়ে বাঙালির ভাষার অধিকার প্রতিষ্ঠা, ৫৪'র সাধারণ নির্বাচনে ছাএলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ পরিশ্রমে যুক্তফ্রন্টের বিজয় নিশ্চিত, ৫৮'র আইয়ূববিরোধী
আন্দোলন, ৬২'র শিক্ষা আন্দোলনে ছাএলীগের গৌরবোজ্জ্বল ভূমিকা, ৬৬'র ৬ দফা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে ছড়িয়ে পড়া, ৬ দফাকে বাঙালী জাতির মুক্তির সনদ হিসেবে প্রতিষ্ঠা করা, ৬৯'র গণঅভ্যুত্থানে ছাএলীগের নেতৃত্বে পাক শাসকের পদত্যাগে বাধ্য করা এবং বন্দিদশা থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করা, ৭০'র নির্বাচনে ছাএলীগের অভূতপূর্ব ভূমিকা পালন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সম্মুখসমরে ছাএলীগের অংশগ্রহণ, স্বাধীনতা পরবর্তী সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রে উত্তরণসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাএলীগের অসামান্য অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

৭৫ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ফেনী জেলা শাখা নানা কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচিঃ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ জানুয়ারী (বুধবার) সকালে ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে "ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বাংলাদেশ ছাত্রলীগ ফেনী জেলা শাখা। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী পৌরসভার সামনে এসে ৭৫ বছরে পা রাখা ছাএসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ফেনী জেলা শাখার উদ্যোগে কেক কেটে ছাএলীগের জন্মদিন পালন করা হয়। ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মাধ্যমে দিনের কর্মসূচী শেষ করা হয়।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, স্বেচ্ছায় রক্তদান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেনী জেলা আওয়ামী লীগের  ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহম্মেদ, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি,সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন,
ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহুল হায়দার চৌধুরী সোহেল, জেলা ছাএলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ফেনী জেলা ছাত্রলীগসহ ছাত্রলীগের সকল ইউনিটের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good