২৫ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: ফেনী জেলা আওয়ামী যুবলীগের মিছিলের একাংশের ছবি।
২৫, ২৬ ও ২৮ ফেব্রুয়ারি সারাদেশে শান্তি সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সারাদেশের ন্যায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগন ও পুলিশের উপর হামলার প্রতিবাদে ফেনীতে শান্তি সমাবেশ করেছে ফেনী জেলা আওয়ামী যুবলীগ।
২৫ ফেব্রুয়ারি (শনিবার) সকালে ফেনী শহরের দোয়েল চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের ফেনী প্রেসক্লাব, ট্রাংক রোড, জেল রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী পৌর লিবার্টি মার্কেটর সামনে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, সিনিয়র সহ-সভাপতি জিয়াউল আলম মিষ্টার, সহ-সভাপতি রাশেদুল হক রাশেদ হাজারী, যুগ্ম- সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এডভোকেট আবু তালেব জেকব, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক ও ফেনী পৌরসভা ০২নং ওয়ার্ডের কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারী, সদস্য শাহাদাত হোসেন রিন্টু, গাজী খালেদ ইমাম জুয়েল, রিয়াদ আহসান সুমন, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য নুরুল আফসার আপন, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি তৌহিদুর রহমান হানিফ, সহ-সম্পাদক হেমায়েত উল্যাহ সাব্বির প্রমুখ।
জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন বলেন, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক ও গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার উন্নয়নকে অব্যাহত রাখতে ফেনীর গণমানুষের নেতা নিজাম উদ্দিন হাজারী এমপির নেতৃত্বে বিএনপি-জামায়াতের রাষ্ট্র বিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে ফেনী জেলা আওয়ামী যুবলীগ শান্তির বার্তা নিয়ে রাজপথে হাজির হবে।
Good news
Good