২০ মার্চ, ২০২৩
ছবি: ফেনী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতা।
'ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ ( সোমবার) বিকালে ফেনী পৌর চত্বরে অবস্থিত আনন্দ কমিউনিটি সেন্টারের হল রুমে কর্মীসভা উপলক্ষে আলোচনা সভায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউল হক হাজারী'র সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক শম্ভু বৈষ্ণবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ উপদেষ্টা মন্ডলীর সদস্য নুরুল হুদা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক নুরুল আবসার, কার্যনির্বাহী সদস্য সেলিম পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী'র নেতৃত্বে ফেনী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কোন সংগঠনকে ছোট ভাবে দেখার সুযোগ নেই, ছাএলীগ ও যুবলীগ যে মর্যাদা পাবে তার ন্যায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সমান মর্যাদা পাবে। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য শেখ হাসিনা ও নিজাম হাজারীর উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌঁছানোর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত বন্দনাকে পরিহার করে দলের উন্নয়নের চিত্র তুলে ধরার আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক লীগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, পৌর স্বেচ্ছাসেবক লীগ ও সোনাগাজী, দাগনভূঞা, ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানের সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Good news
Good