১৭ নভেম্বর, ২০২২
ছবি: প্রস্তুতি সভায় উপস্থিত অতিথিবৃন্দ।
ফেনী জেলা আওয়ামী লীগের সভায় নিজাম হাজারী বলেন যে কোন মূল্যে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে
ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী। জেলার প্রতিটি উপজেলা ও পৌর ইউনিট গুলোকে সাংগঠনিকভাবে তৎপরতা দিন দিন আরো বাড়াতে হবে। গত ১৪ বছরের সরকারের কর্মকান্ডগুলো সাধারণ মানুষের মাঝে প্রচার ও প্রসার করতে হবে।আগামী ২০২৪ সালে জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা কে চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সবাই কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি বলেন, যে কোনো
মূল্যে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
গতকাল বুধবার ফেনী পৌরসভা মিলনায়তনে ফেনী জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সিদ্ধান্ত হয় আগামী ৪ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে ফেনী জেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট থেকে ২৫ হাজার নেতাকর্মী নিয়ে যোগ দিবেন নিজাম হাজারী এমপি।
এছাড়া আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অংশ গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরও বক্তব্য রাখেন ফেনীর ৬ উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
Good news
Good