৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা / সারাদেশ

ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

০৭ ফেব্রুয়ারী, ২০২৩

কামরুল আরেফিন,
ফেনী জেলা (ফেনী) প্রতিনিধি

ছবি: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা।

ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি সকাল ৯টায় স্কুলের শহীদ শহীদুল্লাহ কায়সার মিলনায়তনে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। 

প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ খন্দকারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আশরাফুল হাসান ও তাছলিমা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মাহিনুর আক্তার, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

প্রতিযোগিতায় গান, নৃত্য, কবিতা আবৃত্তি, মোরগ লড়াই, মিউজিকের তালে তালে বালিশ বদল খেলা ও যেমন খুশি তেমন সাজাসহ মোট ৬০টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নাজমুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমারা শুধু লেখাপড়া নয়, অন্যান্য বিষয়ে সমানভাবে পারদর্শী হয়ে ভালো পর্যায়ে গিয়ে বাংলাদেশের সেবা করতে পারবে। লেখাপড়ার পাশাপাশি স্কুলের শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে অংশগ্রহন করানোর জন্য সকল শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদ জানান। শিক্ষার্থীরা যেন খেলাধুলায় মনোনিবেশ করতে পারে সে জন্য তিনি অতিশীঘ্রই ক্রিকেট, ফুটবল,বাস্কেটবলসহ সকল খেলার সরঞ্জামের ব্যাবস্হা করে দিবেন বলে জানান।

পরে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে থেকে জিপিএ-৫ প্রাপ্ত স্কুলের ১৩ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট প্রদান ও ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মধ্যে থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good