১৪ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: ফেনী আলীয়া কামিল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।
ফেনীর অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফেনী আলীয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে।
ফেনী আলীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মাহামুদুল হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ- উল হাসান।
অত্র মাদ্রাসার ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কুমিল্লা অঞ্চলের ও ব্যাংকার্স ফোরাম ফেনীর সভাপতি সামছুল করিম মজুমদার, কুমিল্লা বার্ডের সাবেক পরিচালক ও অএ মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মো. আবদুল কাদের, ফেনী পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও অএ মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য সিরাজুল ইসলাম পাটোয়ারী, ফেনী আলীয়া কামিল মাদ্রাসার গভর্ণিং বডির সদস্য শরীফ উল্যাহ ও সাইফুদ্দিন জিতু।
ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে সকাল ১১টার দিকে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
প্রধান অতিথি ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ- উল হাসান শিক্ষার্থীদের বিশ্ব ভালোবাসা ও পহেলা ফাগুনের শুভেচ্ছা জানান। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, মা-বাবা, ভাই -বোন, আত্নীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী এমনকি রাস্তার পাশে পড়ে থাকা প্রাণীকে ও ভালোবেসে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানানো যায়। পহেলা বৈশাখ, বর্ষবরণ ও পহেলা ফাগুনসহ এসব অনুষ্ঠান পালন করা দরকার, কারণ এসব দিবস পালনের মাধ্যমে তোমাদের মধ্যে দিয়ে ভাতৃত্ববোধ ও দেশপ্রেম সৃষ্টি হবে। এসব অনুষ্ঠানের সাথে ধর্মের কোন বিরোধ নেই।
বিশেষ অতিথির বক্তব্যে, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী অতি শীঘ্রই অএ মাদ্রাসায় একটি অডিটরিয়াম স্হাপন করার ঘোষনা দেন।
হামদ ও নাত, কেরাত আজানসহ মোট ৯২টি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।