০৯ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: 'শীত- ফাগুনের আড্ডা'
মার্কেটাস ইনিস্টিটিউট বাংলাদেশের (এমআইবি) আয়োজনে "মেম্বারস মিট" শনিবার (০৮ ফেব্রুয়ারী) গুলশানের ক্লাব ৮৯ এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআইবি’র পুরাতন ও নতুন সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সকল সদস্যদের পারস্পরিক পরিচয় এবং সম্পর্ক তৈরির পাশাপাশি ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এমআইবি 'র নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ড. মো শরীফুল ইসলাম দুলু'র সঞ্চালনায় প্রানবন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ আলমগীর, আশরাফ বিন তাজ, মোহাম্মদ মোফাচ্ছল হক, দেওয়ান রাশেদুল হাসান, প্রফেসর মিজানুর রহমান শেলী, রাফিক হাসান, এনামুল হক, মো. মোস্তফা জামান এবং এম এ হানিফ সহ ৫২টি প্রতিষ্ঠানে কর্মরত মার্কেটারস।
অনুষ্ঠানের ২য় পর্বে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Good news
Good