৩১ ডিসেম্বর, ২০২৪
ছবি: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মোঃ গোলাম রব্বানী।
ইসলাম এসেছে সকল সমস্যা সমাধান করতে। বাংলাদেশে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠিত হলে শ্রমিকদের সব সমস্যা দূর হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার রানীরহাট বন্দরে ইউনিয়ন সভাপতি মাহবুবুল আলম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথি বলেন, হাদীসে এসেছে শ্রমিকেরা আল্লাহর বন্ধু। একজন শ্রমিক সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আয় রোজগার করে। সেই আয় রোজগার হালাল উপায়ে করতে হবে এবং একজন আদর্শ শ্রমিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। আদর্শ শ্রমিক গড়ে তুলতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সবাইকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকাতলে সমবেত হওয়ার তিনি উদাত্ত আহবান জানান।
ইউনিয়ন সাধারণ সম্পাদক হাসানুল বান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন।
তিনি বলেন, বাংলাদেশে সাড়ে ১৫ বছর শ্রমিক জনতার উপর অত্যাচার নির্যাতন করে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় ছিল। ছাত্র জনতা গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পাশ্ববর্তী দেশে পালিয়ে যেয়েও দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান, জেলা সহ-সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি তারেকুল ইসলাম তারেক, আশেকপুর ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম, উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, মাঝিড়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আফতাব হোসেন, আশেকপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাওলানা আবু হানিফ।
উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের জন্য মোঃ মাহবুবুল আলম দুলাল সভাপতি ও সাধারণ সম্পাদক হাসানুল বান্না সহ ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছে।