১১ মে, ২০২৩
ছবি: সংগ্রহীত
সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের বাউসা গ্রামের বাসিন্দা। একবছর ধরে নিখোঁজ রয়েছেন তিন সন্তানের জননী সাজনারা বেগম। তিনি ছাতক সদর ইউনিয়নের বাউসা গ্রামের আশক আলীর স্ত্রী ও কোম্পানিগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মাফিজ আলীর কন্যা।
নিখোঁজের পর তাকে অনেক খোঁজাখুজি করেছেন স্বামীর বাড়ির লোকজন। কিন্তু এ পর্যন্ত তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি। একবছর ধরে নিখোঁজ মায়ের জন্য কান্না-কাটি করে যাচ্ছেন তাঁর সন্তান শিপা বেগম, মাজেদ আহমদ ও মিনহাজ আহমদ। মাজেদ আহমদ বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ও মিনহাজ আহমদ প্রথম শ্রেণির শিক্ষার্থী।
জানাগেছে,২০২২ সালের ১২ মে স্বামীর বাড়ি থেকে ডাক্তার দেখানোর কথা বলে সাজনারা বেগম ছাতক শহরে যান।এ থেকেই নিখোঁজ রয়েছেন তিনি।তাঁর নিজ বাড়ি বা পিতার বাড়িতে আর ফিরেননি।
সাজনারা বেগম নিখোঁজের ৪ দিন পর তাঁর স্বামী আশক আলী ছাতক থানায় এ ব্যাপারে একটি জিডি (নং ৯১৫) করেছেন। আশক আলী জানান, জিডির প্রেক্ষিতে ছাতক থানার এস আই মাসুদ রানা মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে তাকে খোজাখুজি করে তার অবস্থান ঢাকায় বলে জানিয়েছেন। কিন্তু ঢাকার বিভিন্ন স্থানে খোজ নিয়ে
এ পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যাচ্ছেনা।
আশক আলী আরো জানান, তার মনে হয় ঢাকাতেই আছেন তাঁর স্ত্রী। নিখোঁজের ব্যাপারে তিনি কিছু বলতে পারেন নি। কিছু টাকা সুদে নিয়েছিলেন তাঁর স্ত্রী। ওই সময় টাকা ফেরত দেয়ার বেশ চাপ ছিলো। এটি একটি কারণ হতে পারে।
জিডিতে সাজনারা বেগমের বয়স ৩৮,গায়ের রঙ ফর্সা, মুখ মন্ডল গোলাকার ও উচ্চতা অনুমান ৫ ফুট উল্লেখ করা হয়েছে। কোন সুহৃদ ব্যাক্তি বা প্রতিষ্ঠান যদি তাঁর সন্ধান পেয়ে থাকেন তবে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা হয়েছে।
মোবাইলঃ ০১৭৯০৮৭৫২৯১
০১৭৪৬৬০৮১০৩
Good news
Good