৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ঈদকে সামনে রেখে ভোলা জেলা পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

১১ এপ্রিল, ২০২৩

মোঃ সবুজ,
ভোলা জেলা (ভোলা) প্রতিনিধি

ছবি: জেলা প্রশাসকের কার্যালয়

ঈদকে সামনে রেখে ভোলা জেলা পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ কথা বলেন ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

জনাব মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক, ভোলার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।

পুলিশ সুপার বলেন, আসন্ন পবিত্র ঈদ উল ফিতর যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সে লক্ষ্যে ভোলা জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। স্থাপন করা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম, যেখানে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে এবং যে কোনো সমস্যায় জেলা পুলিশের সহায়তা পাওয়া যাবে।  

লঞ্চঘাট, বাসস্টান্ড, মার্কেট এবং ঈদের জামাত সহ বিভিন্ন জনবহুল স্থানগুলোতে জেলা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা ব্যক্ত করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স'কে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহড়া দেওয়ার ব্যপারে পরামর্শ প্রদান করেন পুলিশ সুপার।

এসময় সরকারি, বেসরকারি বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ, লঞ্চ, বাস-মালিক সমিতির নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good