১২ নভেম্বর, ২০২২
ছবি: ইয়াবাসহ গ্রেফতারকৃত সাবেক পুলিশ সদস্য।
পটুয়াখালীর দুমকিতে দেড় হাজার (১৫০০) পিস ইয়াবাসহ মোঃ আজিজুর রহমান (৫৯) নামের এক সাবেক পুলিশ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১১ নভেম্বর শুক্রবার রাতে উপজেলার লেবুখালীর পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে দেহ তল্লাশি করে সাথে থাকা জ্যামিতি বক্সের মধ্য থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজিজুর রহমান বর্তমানে পটুয়াখালী শহরের ৯ নম্বর ওয়ার্ডের টাউন কালিকাপুর এলাকায় বসবাস করেন । তাঁর স্থায়ী ঠিকানা ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায়। আজিজুর অবসর নেওয়া পুলিশ সদস্য।
স্থানীয় সূত্র জানায়, আজিজুর রহমান ২০১৫ সালে বরিশাল জেলা পুলিশে এএসআই পদে কর্মরত থাকা অবস্থায় স্বেচ্ছায় অবসরে যান। তখন থেকে পটুয়াখালী শহরের বাড়ি করে বসবাস করে আসছিলেন। এর আগে চট্টগ্রাম রেঞ্জের চাকরিরত অবস্থায় ইয়াবা সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে পড়ে। সেই সিন্ডিকেটের এক সদস্য বর্তমানে ঝালকাঠিতে অবস্থান করছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমুল হুদা জানান, আজিজুর ঝালকাঠি থেকে ইয়াবার চালান এনে স্থানীয় খুচরা বিক্রেতাদের মধ্যে সরবরাহ করে আসছিলেন। তাঁকে দীর্ঘদিন নজরদারিতে রাখা হয়েছিল। এ ব্যাপারে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Good news
Good