৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

দুমকিতে ৬ কেজি গাজাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

১৮ নভেম্বর, ২০২২

মোঃ শামীম হোসাইন,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী।

পটুয়াখালীর দুমকিতে ৬ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম (২৮) ও জহিরুল ইসলাম (২২) নামের ২ মাদক কারবারিদের আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আজ শুক্রবার ১৮ নভেম্বর সকাল সাড়ে ৬টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী লঞ্চঘাট থেকে তাঁদের গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে দুমকি থানায় মামলা প্রক্রিয়াধীন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হলে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।

সাইফুল ইসলাম আঙ্গারিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জলিশা গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে এবং জহিরুল ইসলাম শ্রীরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই এম নজরুল ইসলাম  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ঢাকা থেকে লঞ্চ যোগে মাদকদ্রব্য (গাঁজা) দুমকিতে নিয়ে আসতেছে মাদক কারবারিরা। পরে চরগরবদী লঞ্চঘাট এলাকার চায়ের দোকানের সামনে সুটকেস নিয়ে দু'জনকে দাড়াতে দেখলে সন্দেহ বসত তাদের সুটকেস খোলা হয়। এতে কসটেপে মোড়ানো তিনটি পোটলা দেখতে পাই।
যার মধ্যে ২ কেজি করে মোট ৬ কেজি গাঁজা থাকে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক কারবারির সাথে জড়িত।
পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ কে এম আজমল হুদা বলেন, গ্রেফতারকৃত আসামীরা কাজল ৭ লঞ্চ যোগে ঢাকা থেকে দুমকিতে মাদকদ্রব্য নিয়ে আসছিলো।
জানাগেছে দীর্ঘদিন যাবত পাইকারিতে ঢাকা থেকে এনে বিভিন্ন এলাকায় বিক্রি করত  এই চক্র।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good