১৩ মার্চ, ২০২৩
ছবি: আটককৃত মাদকসেবী
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা পুলিশ সুপার কর্তৃক ঘোষিত বিশেষ অভিযান উপলক্ষে সন্ত্রাস বিরোধী, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। অফিসার ইনচার্জ ইজার উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় অভিযান চলাকালে দুই জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১১ মার্চ) উপজেলার পৌর শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা বাড়ি থেকে পালিয়ে যায়। দিনভর এ অভিযান রাতেও পরিচালিত হয়। সন্ধ্যা ৭টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মাদক সেবন অবস্থায় পান্থাপাড়ার সাইবুল্যাহ সরকারের ছেলে সাজু মিয়া (৩৫) ও সেকেন্দার আলীর ছেলে নজরুল ইসলাম (৩৬) কে আটক করে। পরে তাদের ডোপ টেস্টে পজিটিভ ফলাফলের ভিত্তিতে রাতেই সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম আব্দুল্যা বিন শফিক তাদের ৪০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলা হাজতে পাঠান।
এ তথ্য নিশ্চিত করেন পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম। তার নেতৃত্বে অভিযানে অংশ নেন এস.আই জসিম, রাজ্জাক, আনিছুর, দীপক, রাশেদুল ইসলাম; এএসআই রেজাউল, ওয়াসকুরুনি ও মাহাবুর প্রমুখ।
Good news
Good