৩১ মে, ২০২৩
ছবি: প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত প্রধান অতিথি, প্রশিক্ষক ও অন্যান্য প্রশিক্ষানার্থীগণ।
দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সোমবার সকাল ১০টায় দিনব্যাপি দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এলক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে দুর্নীতি দমন কুমিশন(দুদক) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কমিশনার(তদন্ত) মোঃ জহুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজশাহী বিভাগীয় (দুদক)’র পরিচালক মোঃ কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ আকতারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম এম গালিব খাঁন, জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক দেবেন্দ্রনাথ ঊরাঁও। আরো উপস্থিত ছিলেন, দুদক বিভাগীয় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
একদিনের প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের প্রেসিডেন্ট-সেক্রেটারী সদস্যদের নিয়ে অনুষ্ঠানে সকলের পরিচিতি পর্ব দিয়ে দুর্নীতি প্রতিরোধে সার্বিক বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি। পরে প্রশিক্ষক হিসেবে আলোকপাত করেন, রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ আকতারুল ইসলাম ও মোঃ কামরুল আহসান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জেলার ৫টি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যদের মাঝে সনদপত্র প্রদাণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
পরিশেষে প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত ৭১ টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা এস.কে এম রোকনের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা দুর্নীতি বন্ধে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যথাযথভাবে সঠিক তথ্য-উপাত্তর ভিত্তিতে অভিযোগ পেলে এবং সেটা ১% যদি হয় আমরা আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেয়া হবে। কেউ ছাড় পাইনি আর ভবিষ্যতেও পাবে না। সে যতো বড় রাঘব-বোয়াল হোক না কেনো। তাই আপনারা আমাদের সহযোগিতা করুন। সামনের দিনগুলিতে আরো ভালো কিছু করতে চাই।
Good news
Good