২৫ সেপ্টেম্বর, ২০২২
ছবি: ছবি:
‘ নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা ’, এই শ্লোগানে বর্ণিল আয়োজনে দশমিনা উপজেলায় মীনা দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় দশমিনা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শোভাযাত্রা ও আলোচনায় অংশগ্রহণ করেন।
Good news
Good