০৮ অক্টোবর, ২০২২
ছবি: মানববন্ধনের একাংশ ।
দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আল হেলাল এর বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রনালয়ে করা একটি অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন করেছেন উপজেলার ব্যবসায়ী,ফুটবল,ক্রিকেট খেলোয়ার সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। আজ শনিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন এ্যাড,ইকবাল হোসেন, দশমিনার বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, জাহিদ হোসেন, বেল্লাল হোসেন সরদার, হাফেজ প্যাদা প্রমূখ। ইউএনওর বিরুদ্ধে করা অভিযোগের স্বাক্ষীরাও মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ইউএনওর বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রনালয়ে করা লিখিত অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। মানববন্ধনে বক্তারা আরো বলেন, অভিযোগকারী তাপস নামে কোন ব্যাক্তির দশমিনায় অস্তিত্ব নাই ।
দশমিনা বাজারের সবচেয়ে প্রবীণ হোটেল ও মিষ্টির দোকানী মোঃ দুলাল মোল্লার কাছে তিনি বলেন,বিগত ২০০১ সালে থেকে ই এই ব্যাবসা করে আসছি,তবে তাপস মিষ্টান্ন ভান্ডার নামে কোন দোকানকে আমি চিনিনা।
জামাল সরদারের মালিকানাধীন মেসার্স মুসলিম মিষ্টান্ন ভান্ডার,তারও একই বক্তব্য এ নামে দশমিনায় কোন মিষ্টর দোকান নাই। মিলেনি অভিযোগে যে সমস্ত এভিডেন্স আনায়ন করা হয়েছে,তাহার কোন প্রমানপত্র নেই। স্বাক্ষীর তালিকায় যারা রয়েছেন,তাহারাও যানেনা,কে বা কেন তাদেরকে ঐ অভিযোগে স্বাক্ষীর তালিকায় নাম লিখিয়েছেন।
স্বাক্ষীরা আরও বলেন যে, বর্তমান ইউএনও খুব সৎ । তিনি কোন রকম খুষ বা চাঁদা দাবি করেন নাই । তার কারণে আমরা আরও শান্তিতে ব্যাবসা করি । তার বিরুদ্ধে যে মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়েছেন তাকে আইনের আওতায় আনা হোক ।
Good news
Good