৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি / সারাদেশ

দশমিনায় ইউপি নির্বাচনে ইভিএম মেশিন নষ্ট, ভোটারদের ভোগান্তি

২৯ ডিসেম্বর, ২০২২

মোঃ রাকিবুল ইসলাম,
দশমিনা উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি

ছবি: ভোট চলাকালীন।

দশমিনা উপজেলার রনগোপালদী ইউপি নির্বাচনে ইভিএম জটিলতায় দক্ষিন রনগোপালদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ নম্বর ওয়ার্ড ভোট কেন্দ্রে ইভিএম মেশিন নষ্ট হওয়ায় ভোগান্তিতে পরেছে ভোটাররা। আজ বৃহস্পতিবার রনগোপালদী ইউপি নির্বাচনে ৯ টি ওয়ার্ড কেন্দ্রে সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হলে দুপুরের পরে রনগোপালদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিন রনগোপালদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইভিএম জটিলতা দেখা দেয় এতে প্রায় ঘন্টা ব্যাপি ভোট গ্রহন বন্ধ ছিল। 

ওই ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থি ও বর্তমান মেম্বার মনির হোসেন বিকেল সারে ৫ টায় জানান, ইভিএম জটিলতার কারনে ভোট গ্রহনে জটিলতার সৃষ্টি হয়েছে এবং দীর্ঘক্ষন ভোট গ্রহন বন্ধ ছিল। তিনি আরো বলেন ইভিএম জটিলতায় অনেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থেকে ভোট দিতে না পেরে বাড়ি ফিরে গেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত বিকেল সারে ৫ টায় দুই শতাধিক ভোটার দক্ষিন রনগোপালদী সরকারী প্রাথিমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অবস্থান করছিল। 

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ খালিদ হোসেন বলেন, ইভিএম জটিলতায় আধাঘন্টা ভোট বন্ধ ছিল ইভিএম মেশিন সচল করা হলে পুনরায় ভোট গ্রহন শুরু হয়েছে। বর্তমানে ভোট কেন্দ্রের ক্লোজারের মধ্যে শতাধিক ভোটার রয়েছে তাদের সকলেরই ভোট গ্রহন করা হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রনগোপালদী ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বলেন, প্রতিটি কেন্দ্রে ১২ টি করে ইভিএম মেশিন সরবরাহ করা হয়েছে এর মধ্যে ৮ টি মেশিনে ভোট গ্রহন করা হচ্ছে। তিনি বলেন ক্লোজারের মধ্যে যারা অবস্থান করছেন তাদের সকলেরই ভোট গ্রহন করা হবে। রনগোপালদী ইউপির ১ নম্বর ওয়ার্ডের দক্ষিন রনগোপালদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২২৬১ জন এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫১৯ জনের ভোট গ্রহন করা হয়েছে

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good