১৯ এপ্রিল, ২০২৩
ছবি: উপহার দেওয়ার সময়ের কিছু চিত্র
দশমিক ফাউন্ডেশনের দশমিক পাঠশালার ছিন্নমূল শিশু এরা। তাদের কাছে ঈদের দিনটিও অন্যসব দিনের মতোই সাধারণ। ঈদ মানে আনন্দ আর সেই আনন্দ থেকেই বঞ্চিত হয় এসব ছিন্নমূল শিশুরা। তাদেরকে সাথে নিয়েই দশমিক ফাউন্ডেশনের এই আয়োজন।
তরুণদের নিজেদের গড়ে তোলা এই দশমিক ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন। বুধবার (১৯ এপ্রিল) সমাজের ছিন্নমূল শিশুদের ঈদ উপহার এবং মেহেদী উৎসব করেছেন এই সমাজসেবীরা। ঈদ উপহারের নতুন জামা হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে ছিন্নমূল শিশুরা।
এ বিষয়ে দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিনারুল ইসলাম বলেন, ঈদ মানেই আনন্দ। আর বিশেষ করে এই আনন্দ টা শিশুদের জন্য। কিন্তু আমাদের সমাজের কিছু ছিন্নমূল শিশু রয়েছে যারা ঈদ এলে মানুষের নতুন পোশাক দেখে আফসোস করে। তাই প্রতিবছরই চেষ্টা করি ঈদ এলে কিছু অসহায় ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফোটাতে। সমাজের সকল বিত্তবান মানুষের প্রতি এসব শিশুদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
ঈদ উপলক্ষে শিশুদের মাঝে বিতরণ করা হয় ঈদের নতুন পোশাক এবং মেহেদী উৎসব। সংগঠনের সদস্যরা শিশুদের হাতে লাগিয়ে দেন মেহেদী। নানারকম ডিজাইনে রাঙিয়ে তোলা হয় শিশুদের হাত। ঈদের নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত শিশু লিজা জানায়, তার বাবা রিকশা চালায় মা অন্যের বাসায় কাজ করে যা আয় করেন তা দিয়ে তিনবেলা ঠিকমতো ভাতও খেতে পারেন না তারা। ঈদে নতুন পোশাক পেয়ে সে খুবই আনন্দিত।
এসময় দশমিক ফাউন্ডেশনের সকলেই উপস্থিত ছিলেন। দশমিক ফাউন্ডেশনের সদস্যরা দশমিক পাঠশালাকে আরো বড় করতে চান ছিন্নমূল শিশুদের পাশে থেকে তাদের কে সাহায্য সহযোগিতা করতে চান। ইনশাআল্লাহ দশমিক ফাউন্ডেশন সামনে আরো এগিয়ে যাবে।