১৬ এপ্রিল, ২০২৩
ছবি: দোয়ারাবাজারে ইউসুফ আলীর জায়গা দখল করে নিতে চায় প্রতিপক্ষ
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর
ইউনিয়নের শারপিন পাড়া গ্রামের মৃত বাহরাম আলীর ছেলে অসহায় ভূমিহীন ইউসুফ আলীর শেষ সম্বল বসত ভিটা দখল করে নিতে চায় প্রতিপক্ষের লোকজন।
জানাযায় দীর্ঘ প্রায় ৭৫ বছর ধরে বন বিভাগের যায়গা ভোগ দখল করে আসছেন ইউসুফ আলীর পিতা বাহরাম আলী। পৈতৃক সূত্রে পাওয়া ইউসুফ আলীর প্রায় ১০ কেয়ার জায়গার মধ্যে ৫ কেয়ারের মত নিয়ে গেছে নদী ভাঙ্গনে। এ ৫ কেয়ারে লুলুপ দৃষ্টি পড়েছে।প্রতিপক্ষ ছাতক পৌর শহরের মৃত আবুল খয়েরের ছেলে ফারুক আলমের।
এ নিয়ে গত বছরের ২২ মে ফারুক আলমের পক্ষের লোক নূর আলীর সাথে গরুর ধান খাওয়া কে কেন্দ্র করে সংঘর্ষ হয় ইউসুফ আলীর।এ ঘটনা নিষ্পত্তির কিছুদিনপর আবারও নূর আলী ইউসুফ আলীকে হুমকি দেয় ভূমির দখল ছাড়তে।
এসব ঘটনায় ক্ষিপ্ত হয়ে ফারুক আলম দোয়ার বাজার থানায় ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা করলে থানা কতৃপক্ষ দু'পক্ষকে কাগজ পত্র নিয়ে হাজির হওয়ার নোটিশ দিলে ফারুক আলম কাগজ পত্র নিয়ে হাজির না হয়ে।নরসিংপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরউদ্দিন আহমেদের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে পরপর ৩ টি নোটিশের শেষ নোটিশে ও ফারুক আলম হাজির না হওয়ায় পার্শবর্তী গন্যমান্য ব্যক্তিদের সাক্ষী প্রমানের ভিত্তিতে ৪৪ বছর ধরে ইউসুফ আলীর পরিবার ভোগদখল করে আসায় বনবিভাগের যায়গা ইউসুফ আলীকে ভোগ দখলের রায় দেওয়া হয়।
কিন্তু প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় ইউসুফ আলী তার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অসহায় ইউসুফ আলী জানান আমাকে আমার ভিটা ছাড়া করতে ফারুক আলমের লোকজন নানা সময় আমকে প্রাণ নাশের হুমকি ধামকি দিয়ে থাকে। তাই আমি প্রশাসনের সুদৃষ্ট কামনা করছি। নরসিং পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরউদ্দিন আহমেদ জানান আমরা সাক্ষী প্রমানে যা পেয়েছি তাই রায় দিয়েছি।
Good news
Good