০২ অগাস্ট, ২০২৩
ছবি: সংগৃহীত
দোহাজারী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশনার। ২৬ জুলাই, বুধবার রিটার্নিং কর্মকর্তা মোহাঃ জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এই গেজেটটি প্রকাশ করা হয়।
গেজেট প্রকাশের মধ্য দিয়ে ১৭ জুলাই অনুষ্ঠিত দোহাজারী পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের সরকারিভাবে বিজয় ঘোষণা করা হল। আগামি আগস্ট মাসের মাঝামাঝিতে নির্বাচিতদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রকাশিত গেজেটে নবনির্বাচিত মেয়র মোহাম্মদ লোকমান হাকিম, পিতা: আবুল কাশেম লেদু, ঠিকানা: লেদু চেয়ারম্যান বাড়ী, চাগাচর, বারুদখানা (বাংলাদেশ আওয়ামীলীগ)।
সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর মোছাম্মৎ আয়েশা আক্তার, পিতা: চান বক্স, ঠিকানা: খাঁন বাড়ী, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর মমতাজ বেগম, স্বামী: আবু তালেব আনসারী, ঠিকানা: হাছনদন্ডী, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর রাজিয়া সুলতানা রাজু, স্বামী: মোহাম্মদ বাদশা মিয়া, ঠিকানা: রায়জোয়ারা (পালোয়ান পাড়া)।
সাধারণ ১ নম্বর ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর মোঃ আবদুল আজিজ, পিতা: মোঃ লোকমান হাকিম, ঠিকানা: চাগাচর (চর পাড়া), মৌলানা লোকমান হাকিমের বাড়ী, সাধারণ ২ নম্বর ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর মোহাঃ শাহ আলম, পিতা: আছহাব মিয়া, ঠিকানা: উল্লা পাড়া,
সাধারণ ৩ নম্বর ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পিতা: মৃত মোহাম্মদ আলী, ঠিকানা: দোহাজারী (ঈদপুকুরীয়া) শামু বেকারীর বাড়ী, সাধারণ ৪ নম্বর ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর পহর উদ্দিন, পিতা: নুর আহমদ, ঠিকানা: সৈয়দ জালাল আহমদ (রাঃ ), প্রকাশ পোয়া ফকিরের বাড়ী, পূর্ব হাছনদন্ডী,
সাধারণ ৫ নম্বর ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর মোহাম্মদ ইদ্রিস, পিতা: হাজী কালা মিয়া, ঠিকানা: মতিউরের বাড়ী, হাছনদন্ডী, সাধারণ ৬ নম্বর ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর মোঃ মহিউদ্দিন, পিতা: সফিকুর রহমান, ঠিকানা: আহমদ নবী মেম্বারের বাড়ী, জামিরজুরী,
সাধারণ ৭ নম্বর ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর মোহাম্মদ আলমগীর, পিতা: মৃত কবির আহমদ, ঠিকানা: নাছির মোহাম্মদ পাড়া, সাধারণ ৮ নম্বর ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর চিত্ত রঞ্জন বিশ্বাস, পিতা: রাজ বিহারী বিশ্বাস, ঠিকানা: চরত্যা পাড়া, জামিজুরী, সাধারণ ৯ নম্বর ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর মোহাং নাজিম উদ্দীন, পিতা: মৃত মোঃ ইসলাম মিয়া, ঠিকানা: দিয়াকুল, খান সাহেব পাড়া।