২৫ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: নিহতদের ছবি
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি ফেনী জেলায়।
নিহতরা হলেন, ইসমাইল হোসেন (৩৮), রাজু আহমেদ (৩৪), মো. মোস্তফা কামাল (৩৫), আবুল হোসেন (৩৫) ও তার ছেলে নাজিম হোসেন (১০)। এ দুর্ঘটনার খবরে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।
নিহতদের মধ্যে ইসমাইল হোসেনের বাড়ি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামে। তিনি আব্বাস ব্যাপারী বাড়ির শরীয়ত উল্লার ছেলে। রাজু আহমেদ দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের মো. মিলনের ছেলে এবং মোস্তফা কামাল একই উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিরাজ উল্লাহর ছেলে। এ ছাড়া আবুল হোসেন (৩৫) ও তাঁর ছেলে নাজিম হোসেন (১০) সোনাগাজী উপজেলার দক্ষিণ চর মজলিশপুর ইউনিয়নের বাসিন্দা।
নিহত ইসমাইল হোসেনের ভাই মিজানুর রহমান আবেদীন জানান, কেপটাউন থেকে ফ্রান্স দূতাবাসের উদ্দেশে যাচ্ছিলেন তারা। বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে একটি চলন্ত লরীর নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এ ছাড়া এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন।
ফেনী জেলা পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর পাঁচজন নিহত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। নিহতদের বাড়িতে গিয়ে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল-হাসান জানান, শুক্রবার রাতেই তিনি নিহতদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
Good news
Good