২৬ মার্চ, ২০২৩
ছবি: ইফতার মাহফিলে উপস্থিতির একাংশ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার আওতাধীন দিয়াকুল নাগরিক ঐক্য ও সম্পূর্ণা পোল্ট্রির উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উৎযাপন ও ইফতার পার্টি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৬ মার্চ রবিবার সম্পূর্ণা পোল্ট্রি ফার্মের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ করে খামারীদের পুণঃমিলনী উপলক্ষে প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান আয়োজক।
এতে সম্পূর্ণা পোল্ট্রি ফিড সেন্টারের সত্তাধিকারী বাবু সুভাস দাশের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন দিয়াকুল যুবলীগের সাবেক সভাপতি মাহাবুব সওদাগর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি লোকমান হাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আর্য্যমিত্র বড়ুয়া, দিয়াকুল ওয়ার্ড আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আলম, পুরানগড় শাহ শরফুউদ্দীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাগর দাশ, যুবলীগ নেতা দেলোয়ার, আমিনুল ইসলাম আমিন, মো. ফারুক, কামাল উদ্দীন, মো. তহিদুল ইসলাম, মনজুর সওদাগর, বাদশাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং খামারীবৃন্দ।