৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ

দিনাজপুরের হিলিতে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসসহ ০২ জন আসামী আটক

০৩ অগাস্ট, ২০২৩

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক,
বিশেষ প্রতিনিধি

ছবি: নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসসহ ০২ জন আসামী আটক

বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের  হিলিতে পুলিশের অভিযানে ৩০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছেন হাকিমপুর থানা পুলিশ।

৩ আগস্ট, বৃহস্পতিবার  হিলি সিপি মোড়ের আহাদ এন্টারপ্রাইজ বাস কাউন্টারের সামনে থেকে অভিযান চালিয়ে জাহিদ হাসান (২০) ও শামীম আহমেদ (২৮) নামক দুই জন মাদক ব্যবসায়ীকে ৩০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে পুলিশ।

আটককৃত আসামীরা হলেন, হাকিমপুর উপজেলার নন্দিপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান। একই গ্রামের ওহেদ ইসলাম এর ছেলে শামীম আহমেদ।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া জানান, হাকিমপুর থানাকে শতভাগ মাদক মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, হিলি সিপি মোড়ে ঢাকাগামী আহাদ এন্টারপ্রাইজ বাস কাউন্টার এর সামনে ভারতীয় মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে দুই জন মাদক ব্যবসায়ী। এমন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে এএসআই আনিছুর রহমান, এএসআই নাদের হোসেন ও এএসআই মাসুদ রানাসহ পুলিশের একটি চৌকস দল পৌঁছে সন্দেহ ভাজন দুই জনকে আটক করে তল্লাশি চালায়। এসময় আসামিদের নিজ হেফাজতে লুকিয়ে রাখা ৩০০পিচ ভারতীয় ট্যাপেন্টাল ট্যাবলেটসহ তাদের হাতেনাতে আটক করা হয়েছে।

আটককৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
 

Related Article