৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / বিশেষ সংবাদ

ধুনটের প্রস্তাবিত প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের

১৭ ফেব্রুয়ারী, ২০২৫

মুঞ্জরুল হক,
ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: ইউপি প্রস্তাবিত প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের

ধুনটের মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসাবে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদেরের নাম প্রস্তাবিত হয়েছে ।

১৩ ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসনের আমন্ত্রণে প্যানেল চেয়ারম্যান গঠন শীর্ষক জরুরি এক আলোচনা সভায় পরিষদের সকল সদস্যবৃন্দ ও সচিবের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা যায় ।

গত ৫-ই আগষ্ট দেশের সরকার পতন ও রাজনৈতিক প্রেক্ষাপটে আমুল পরিবর্তন হওয়ায় মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস্ মল্লিক পরিষদের এক জরুরি সভায় সকল উপস্থিতি ইউপি সদস্য সদস্যাদের সম্মুখে সম্মিলিত সাক্ষরিত প্যাডে আব্দুল কাদের সহ ৩ সদস্যের একটি রেজুলেশন ধুনট উপজেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন।

৪ ফেব্রুয়ারী ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস্ মল্লিক রাজনৈতিক ও ব্যক্তিগত মামলায় গ্রেফতার হলে স্থবির হয়ে পড়ে মথুরাপুর ইউনিয়ন পরিষদের কাজ। ''চেয়ারম্যান বিহীন স্থবিরতায় পরিষদের সকল কাজ'' শিরোনামে সংবাদ প্রকাশ করে ধুনট উপজেলা প্রেসক্লাব সহ বেশ কিছু গণমাধ্যম। 

ইউনিয়নবাসীর ভোগান্তি লাগবে প্যানেল চেয়ারম্যান গঠনের প্রয়োজনীয়তা আবশ্যক হয়েপড়ে।

এতে ৬ নং ওয়ার্ড (কুড়িগাঁতি, নিশ্চিন্তপুর, প্রতাবখাদুলী) গ্রামের ৩ বারের নির্বাচিত সফল ইউপি সদস্য আব্দুল কাদেরকে প্যানেল চেয়ারম্যান হিসাবে প্রস্তাব করে উপজেলা ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত সভাপর্ষদ।

এ প্রসঙ্গে প্রস্তাবিত প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, সকলের সার্বিক সহযোগিতা ও ভালোবাসায় আমাকে যে সম্মান দেয়া হয়েছে এজন্য আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ পাশাপাশি দীর্ঘ সময় ধরে জমিয়ে থাকা জনসাধারণের বহুমুখী কাজ ও সমস্যা সমাধানে সর্বোচ্চ স্বচেষ্ট থাকবো।

এর জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। চেয়ারম্যানের অনুপস্থিতি জনিত কারণে প্যানেল চেয়ারম্যান গঠন একটি নিয়মতান্ত্রিক সরকারি বিধি আমি তার ব্যতিক্রম নই।

ধুনট উপজেলা প্রশাসক খৃষ্টফার হিমেল রিছিল বলেন, মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গঠনের বিষয়টি প্রাথমিক ভাবে প্রস্তাবিত হয়েছে। 

সরকারি বিধিমতে বগুড়া জেলা প্রশাসক স্যারের অনুমতি ক্রমে শিঘ্রই বিষয়টি চুড়ান্ত হবে। ইউনিয়নবাসীর সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত কাজ করছে স্থানীয় সরকার বিভাগ।

Related Article