১৮ অগাস্ট, ২০২৩
ছবি: ধুনটের বাঙালি নদী থেকে ক্ষমতাশালীরা অবৈধভাবে বালু উত্তোলন
বগুড়ার ধুনট উপজেলার হেউটনগর গ্রামের গফুরের খেয়াঘাট এলাকার বাঙালি নদীর উত্তোলন করা বালু জোরপূর্বক ক্ষমতার দাপটে শাজাহানপুর উপজেলার শৈলধূড়ী গ্রামের কয়েক সন্ত্রাসী ব্যক্তি অবৈধভাবে ধনুটের সীমানা থেকে বালু বিক্রয় করে হাতিৃযে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরের সরজমিনে গিয়ে দেখা যায়, ধুনট উপজেলার ২নং কালের পাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের কান্তনগর মৌজায় বস্থিত বাঙালি নদী ওই নদী থেকে জোরপূর্বক ক্ষমতার দাপটে শাজাহানপুর উপজেলার শৈলধূড়ী গ্রামের কিছু সন্ত্রাসী ব্যক্তি নদীর কলকৃত জমির মালিকদে প্রাণনাশের হুমকি দিয়ে অবৈধভাবে বালু বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।
অবৈধ বালু বিক্রয়কারীরা হলেন, শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের শৈলধূড়ী গ্রামের আনছার আলীর ছেলে খয়রাত আলী মিস্ট (৪২), আকরাম আলীর ছেলে মন্তেজার রহমান (৩৮), আখের আলীর ছেলে মিঠুল আহমেদ (৩৮), বিলায়ত আলীর ছেলে শাজাহান আলী (৪৪), আনছার আলীর ছেলে মামুন মিয়া (৩৭), বিলায়ত আলীর ছেলে রায়হান (৩৫), আফজাল এর ছেলে আব্দুল মিয়া (৪০), ও আব্দুল এর ছেলে জিহাদ (২২)সহ অজ্ঞাতনামা ৬-৭ জন ব্যক্তি।
স্থানীয় প্রভাবশালীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গত দু’মাস ধরে অবাধে বালু বিক্রয় করে যাচ্ছেন। বালু বিক্রয় বন্ধ দাবিতে ধুনট উপজেলার কান্তনগর মৌজার জমির মালিক মোকলেছুর রহমান, নুরুল ইসলাম, আলমগীর হোসেন আলম, জিয়ারুল ইসলাম, সহ একাধিক ব্যক্তি সংবাদ কর্মীদের বলেন আমাদের বাপ-দাদার রেকর্ডকৃত সম্পত্তির মধ্য দিয়ে বয়ে গেছে ধুনটের বাঙালি নদী, নদীর পার্শ্ববর্তী জমিতে আমরা দীর্ঘদিন যাবত বিভিন্ন ফসল ফলে জীবিকা নির্বাহ করে আসছি, এমত অবস্থায় মাস দুয়েক হলে আমাদের সম্পত্তি নষ্ট করে অবৈধভাবে জোরপূর্বক ক্ষমতার দাপটে বালু নিয়ে আমাদের সম্পত্তি নষ্ট করছেন।
তাদেরকে কোন কিছু বললে তারা আমাদেরকে প্রাণঢালাশে হুমকি দিয়ে আসছেন এই জমিতে বালু নিতে আসলে বাধা দিলে তারা আমাদেরকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে ।
তাই আমরা নিরুপায় হইয়া বালু বিক্রয় বন্ধের দাবিতে ধুনট উপজেলা নির্বাহী অফিসার ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অবৈধ বালু বিক্রয়কারী, শাজাহানপুরউপজেলার শৈলধূড়ী গ্রামের আনছার আলীর ছেলে সংবাদকর্মীদের বলেন আমার নাম কিন্তু খয়রাত আলী মিস্টার, আমি কাউকে হিসাব করি না, এমন কোন ম্যান নাই আমার উপরে কথা বলে, আমি বর্তমান ক্ষমতাশালী দলের নেতা আমার ছেলে পেলে ওখানে বালু বিক্রয় করবে কারো ক্ষমতা থাকলে ঠেকাবে।
ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানে আলম বলেন, আমার উপজেলার মধ্যে অবস্থিত হেউটনগর গ্রামের গফুরের খেয়াঘাট এলাকার বাঙালি নদী থেকে অবৈধভাবে ভালো বিক্রয় বিষয়টি আমার জানা ছিল না, আমি বিষয়টা অবগত হলাম অতি শীগ্রই অবৈধ বালু বিক্রয়কারীদের বিরুদ্ধে তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।