২৬ এপ্রিল, ২০২৩
ছবি: বানিয়াজান স্পার পর্যটন কেন্দ্র
উত্তর বঙ্গের প্রবেশ দ্বার বগুড়া জেলার ধুনট উপজেলা বানিয়াজানে যমুনা নদীর তীরে অবস্থিত এ পর্যটন কেন্দ্রটি। যা বানিয়াজান স্পার নামে পরিচিত।
সারা বছর ধরে মানুষ এখানে তাদের পরিবার, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসে। তাদের ভ্রমণ পিপাসা মেটানোর জন্য, তবে ঈদ উপলক্ষে মানুষ দুর দুরান্ত থেকে বানিয়াজান স্পারে আসেন ঘুরতে। চারপাশে বালুময় চর এবং চর বাসি মানুষের বিভিন্ন রকমের ফসলে সবুজ রঙের ছোঁয়া ও যমুনার ঢেউয়ে প্রশান্তিময় অনুভব সবার মনে। খাবার হিসেবে এখানে বিশুদ্ধ পানি, ফুসকা, আইসক্রিম এবং বিভিন্ন ধরনের মাখা-মাখি পাওয়া যায়।
পর্যটক রবিউল ইসলাম জানান, জায়গাটা দেখতে অনেক সুন্দর যমুনা নদীর হাওয়া ও প্রকৃতির সুন্দর্যে মনটা স্নিগ্ধ শান্তিময় হয়ে যায়, পর্যটক আব্দুর রহমান জানান আজকাল প্রকৃত সৌন্দর্যময় স্থান বিলিনের পথে যা এখানে বিরাজ করছে সত্যি ভালো লাগলো, পর্যটক নিয়ামুল ইসলাম বলেন ভ্রমণ মানসিক স্থির ও শিক্ষায় সহায়তা করে, এখানে আসলে নৌকা ভ্রমণ ও প্রকৃতির সৌন্দর্য অনুভবে মনটা ভালো হয়ে যায়, এবং পর্যটক সেলিম, সোহেল রানা, বিপ্লব হোসেন তাদের ভ্রমণ সম্পর্কে সুন্দর অনুভুতি প্রকাশ করেন।
যমুনা নদীর উপরে একশ ফিট দীর্ঘ একটি ব্রিজ নির্মাণ হয়েছে যা ভ্রমণের মুল কেন্দ্রবিন্দু, কিন্তু বিগত একবছর আগে ব্রিজটি এক তৃতীয় অংশ ভেঙ্গে নদীতে বিলিন হয়ে যায় এখন যে তৃতীয় অংশ আছে তা মানুষের জন্য ঝুকিপূর্ণ বিগত বছরে সর্তক বার্তা দেওয়া হয়েছিল কিন্তু এখন তা পর্যটকরা না মেনে ভির করছেন।