১০ অগাস্ট, ২০২৩
ছবি: বসতভিটার জমি
বগুড়ার ধুনটে বহালগাছা গ্রামে অসহায় পরিবারের সদস্য রুনা খাতুন নামে এক ব্যক্তির বসতভিটার জমি দখল করে জোরপূর্বক আধা পাকা ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা অনুমান ১১ টার দিকে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বহালগাছা গ্রামে সরজমিনে গিয়ে দেখা যায়, আজগর আলীর স্ত্রী রুনা খাতুনের ক্রয়কৃত দলিলের সম্পত্তির বসতভিটের আঙ্গিনায় জোরপূর্বক আধা পাকা ঘর তুলে দখল করছেন প্রতিবেশী প্রভাবশালীরা।
স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা হলেন, প্রতিবেশী মৃত ওয়াহেদ আলী সেখ এর ছেলে হবিবর রহমান সেখ, হাবিবর রহমান সেখ এর ছেলে আমজাদ হোসেন, ওমর ফারুক, লিটন সেখ, কামাল পাশা, হারেজ উদ্দিন স্ত্রী রাহেলা বেগম, হযরত আলীর স্ত্রী হাজেরা ও মৃত সাজাবত আলীর ছেলে আবু তাহেরসহ সবাই মিলে অসহায় জমির মালিক রুনা খাতুন ও পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি দিয়ে তার বসত ভিটের ঘর উঠিয়েছে বলে অভিযোগ জানান রুনা খাতুনের পরিবারের সদস্যগণ ।
দখলদাররা রুনা খাতুন এর ক্রয় কৃত সম্পত্তি মৌজা- বহালগাছা, জে,এল নং ৫১ সি/এস খতিয়ান নং ৮৫ এম, আর খতিয়ান নং ১২৩ আর/এস খতিয়ান নং ৪৬০ দাগ নং সাবেক ১৪১ হাল দাগ নং ৩২৬ জমির রকম বাড়ী জমির পরিমাণ ৮,শতক উক্ত সম্পত্তিতে জোরপূর্বক আদা পাক ঘর তুলেছে বলেও অভিযোগ করেন অসহায় রুনা খাতুন।
রুনা খাতুন এর স্বামী অজগর আলী ও তার পরিবারের লোকজন সংবাদকর্মীদের বলেন, আমাদের সম্পত্তি জোড়পূর্বক আধা পাকা ঘর উত্তোলন করে দখল করার চেষ্টা ও আমাদের পরিবারকে জীবননাশের হুমকি দেওয়ার ঘটনায় আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করব।
এ ব্যাপারে চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাসানুল করিম পুটু জানান, রুনা খাতুনের ক্রয় কৃত সম্পত্তিতে আধা পাকা ঘর উত্তোলন করার বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমাধান করার চেষ্টা চলছে।
দখলদার হবিবর রহমান সেখ, তার লোকজনদের বাড়িতে গিয়ে না পাওয়া যায়, তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।রিপোর্ট লেখাকালীন থানায় ও কোর্টে কোন মামলা দায়ের হয়নি। মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী রুনা খাতুন ও তার পরিবারের লোকজন।